Followers

"Google-transliterate"

Type in Hindi (Press Ctrl+g to toggle between English and Hindi)

Friday, March 4, 2016

প্রেম মানে

প্রেম মানে চুপচাপ টুপটাপ গল্প
 প্রেম হলো আদরের আষাঢে স্বপ্ন
প্রেম মানে বিশ্বাস প্রাণ ভরা নিশ্বাস
ছোট কোনো গল্পের পুরনতার আশ্বাস

প্রেম যদি দিক্ভ্রম তবে কেন ছড়ানো
বসন্তে নানারঙে নানাদিক রাঙানো
বৃষ্টিতে ভেজে মন...প্রেম ধুয়ে জাযে না
দিক্ভ্রম হয়ে যারা-প্রেম তার সয়ে না

প্রেম যদি ওলঢাল করে এই মনটা
তাহলে কি পারবে ঠেকাতে জীবনটা
শিমুলের ফুল আর বাসন্তী কুহুডাক
ছড়াও ভালবাসা - পৃথিবীর হাঁকডাক

প্রেমহীন জীবনের নেই কোনো সত্তা
ভাষা চোখ বাঁকা চাঁদ সব ই যেন যা তা
আমি আর তুমিতেই জীবনটা কাটবে
ভালবাসা ছাড়া এই ধরায় কে বাঁচবে 

No comments:

Post a Comment

among us